Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

     

কুমিল্লা জেলা সদর থেকে সড়ক পথে ৩৫.৪২ কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলা অবস্থিত। এর উত্তরে নবীনগর উপজেলা, পূর্বে দেবীদ্বারব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, দক্ষিণে চান্দিনা ও দেবীদ্বার উপজেলা এবং পশ্চিমে দাউদকান্দিহোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা অবস্থিত।

মুরাদনগর উপজেলার আয়তন ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার। এই উপজেলা বর্তমানে ২ টি থানায় বিভক্ত এবং ১ টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলায় মৌজার সংখ্যা ১৫৩টি, গ্রামের সংখ্যা ৩০৮টি।

এক সময়ের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের পাদপীঠ মুরাদনগর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসাবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা ১৮৫৮ সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময়ে এ থানার নাম ছিল থোল্লা। ১৮৭৮ সালে এর পুনঃনাম করণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি আছে যে, মোগল সম্রাট শাহ্ জাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন এক সময়ে এ এলাকায় এসেছিলেন। সে অনুসারে এ এলাকার নামকরণ মুরাদনগর করা হয়েছে। এছাড়া অনেকের মতে, মুরাদনগর মূলত: মীর মুরাদ আলীর নাম অনুসারে হয়, যিনি ছিলেন তৎকালীন বৃটিশ শাসনের একজন রেভিনিউ কালেক্টর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয় পাওয়া যায় কবি রচিত নিচের গানে- উপল নুড়ি কাঁকন চুড়ি বাজে বাজ গোমতি নদীর জলে

  • আয়তন
 : ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার
  • মৌজার সংখ্যা
 : ১৫৩ টি
  • গ্রামের সংখ্যা
 : ৩০৮ টি
  • পরিবার সংখ্যা
 : ৮২,৭০০ টি
  • পুলিশ স্টেশন
: ০১ টি
  • পুলিশ ক্যাম্প
 : ০১ টি
  • সক্ষম দম্পতির সংখ্যা
 : ৯৯,৮৫৪ জন
  • পশু হাসপাতাল
 : ০১ টি
  • কৃত্রিম প্রজনন কেন্দ্রের সংখ্যা
 : ০২ টি
  • আশ্রয়ন প্রকল্পের সংখ্যা
 : ০২ টি
  • আদর্শ গ্রাম প্রকল্প
 : ০৫ টি
  • ফায়ার সার্ভিস ষ্টেশন
 : ০১ টি
  • গ্যাস ফিল্ডের সংখ্যা
 : ০২ টি (বাখরাবাদ ও বাংগরা)
  • কমিউনিটি ক্লিনিক
: ৪৪ টি
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
 : ০১ টি
  • উপ-স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা
 : ০৭ টি
  • পরিবার পরিকল্পনা ক্লিনিকের সংখ্যা
 : ০১ টি
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সংখ্যা
 : ১৫ টি

 

  • জনসংখ্যা (ইপিআই মাইক্রোপ্লান-২০১৮ অনুযায়ী)
  : ৬,৬২,৪৬৬ জন
  • পুরুষ  
  : ৩,৩৬,৪১৮ জন
  • মহিলা
  : ৩,২৬,০৪৮ জন 
  • বৃদ্ধির হার (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)।
  : ১.১৬%                                       

পুরাতন ওয়ার্ডের সংখ্যা           : ৬৬ টি

টিকাদান কেন্দ্রের সংখ্যা           : ৫২৯ (স্থায়ী ০১টি, অস্থায়ী ৫২৮ টি)

 

উপাত্তের ধরণ

পুরুষ

মহিলা

মোট

  • মোট জনসংখ্যা

3,36,418

3,26,048

6,62,466

  • গত ১ বছরে মোট নিবন্ধনকৃত শিশুর সংখ্যা

9,693

9,422

19,115

  • ০-১১ মাস বয়সী শিশুর সংখ্যা (নিয়মিত টিকাদান)

9,785

9,507

19,292

  • ০-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা (এসআইএ কার্যক্রমের জন্য)

48,925

47,535

96,460

  • ০৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা (ভিটামিন-‘এ’ এর জন্য)

6,081

5,942

12,023

  • ১৫ মাস বয়সী শিশুর সংখ্যা (নিয়মিত টিকাদান)

9,693

9,422

19,115

  • ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা (ভিটামিন-‘এ’ এর জন্য)

39,140

38028

77,168

  • ২৪-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা (কৃমিনাশক ট্যাবলেট)

29,355

28,521

57,876

  • ০-৫ বছর বয়সী শিশুর সংখ্যা (এএফপি সার্ভিলেন্সের জন্য)

1,27,838

1,23,898

2,51,736

  • ১৫-৪৯ বছর বয়সী মহিলার সংখ্যা

 

1,78,865

1,78,865

  • গত ১ বছরে নিবন্ধনকৃত গর্ভবর্তী মহিলার সংখ্যা

 

21,961

21,861

 

 

মাঠকর্মী ও তদারককারীর সংখ্যা ও বিবরণ:

 

মাঠকর্মী ও তদারককারীগণ

পদ সংখ্যা

কর্মরত

শুণ্য

মন্তব্য

  • স্বাস্থ্য সহকারী

৯০

৫৭

৩৩

-

  • পরিবার কল্যাণ সহকারী

১১৬

৭০

৪৬

 

  • সহকারী স্বাস্থ্য পরিদর্শক

১৮

১৬

 

  • স্বাস্থ্য পরিদর্শক

 

  • পরিবার পরিকল্পনা পরিদর্শক

১৯

১৮

 

  • স্যাকমো (স্বাস্থ্য বিভাগ)

২৪

১৩

১১

 

  • স্যাকমো (পরিবার পরিকল্পনা বিভাগ)

১২

 

  • স্যানিটারী ইন্সপেক্টর

০১

০১

 

  • ইপিআই টেকনোলজীষ্ট

০১

০১

 

  • পরিসংখ্যানবিদ

০১

০১

 

 
  • বাজারের সংখ্যা                             : ৩৫ টি
  • খাদ্য প্রতিষ্ঠানের সংখ্যা                         : ৫৯০ টি
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের হার          : ১০০%
  • বিশুদ্ধ পানি ব্যবহারের হার                   : ১০০%

 

 

    • স্বাক্ষরতার হার (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)

    : ৪৬%

    • কলেজ

    : 05 টি

    : 01টি

    • বেসরকারী কলেজ 

    : ২২ টি

    • বেসরকারী মহিলা কলেজ

    : ০১ টি

    • সরকারী মাধ্যমিক বিদ্যালয়

    : ০১ টি

    • বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় (৬টি জুনিয়র সহ)

    : ৫১ টি

    • মাধ্যমিক মহিলা বিদ্যালয়        

    : ১১ টি

    • দাখিল, আলিম, ফাজিল (১টি কামিল মাদরাসা সহু)

    : ৩৪ টি

    • বেসরকারী মহিলা দাখিল মাদরাসা         

    : ০১ টি

    • কওমী মাদ্রাসা

    : ১৪৩ টি

    • সরকারী প্রাথমিক বিদ্যালয়

    : ১৪৯ টি

    • বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয়

    : ২৬ টি

    • স্বল্পব্যয়ী কমিউনিটি বিদ্যালয়     

    : ২৯ টি

     

  • মসজিদের সংখ্যা                   : ২৮০ টি
  • মন্দিরের সংখ্যা                     : ৪৬ টি
  • মাজারের সংখ্যা                    : ৮ টি
  • তীর্থস্থানের সংখ্যা                  : ১ টি

উল্লেখ্যযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান:

  • ভুতাইল সরকারবাড়ি মসজিদ,
  • সোনাকান্দা পীরবাড়ি মসজিদ,
  • কাশিমপুর পীরবাড়ি মসজিদ,
  • মুরাদনগর মসজিদ,
  • নবীপুর মন্দির,
  • শ্রীকাইল কালীবাড়ি,
  • রামচন্দ্রপুর কালীবাড়ি।

    • ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা

    : ০১ টি

    • গ্যাস ফিল্ড চালু

    : ০২ টি

    • গ্যাস ফিল্ড (পরিত্যক্ত)

    : ০১ টি (শ্রীকাইল গ্যাস ফিল্ড)

    • বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা

    : ১৪৫ টি

    • ইউনিয়ন ভূমি অফিস

    : ২১ টি

    • হাট-বাজারের সংখ্যা

    : ৩৫ টি

    • বার্ষিক খাদ্য উৎপাদন

    : ৭৯,৮৫৯ মে: টন

    • খাদ্যের চাহিদা

    : ৮৯,৪৭৬.১৪ মে: টন

    • খাদ্য ঘাটতি

    : ৯,৬১,৭১৪ মে: টন

     

  • মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহঃ-বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম
  • আলহাজ আবুল হাসেম - সাবেক গণ পরিষদ সদস্য;
  • ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত- বিশিষ্ট সমাজসেবক, প্রতিষ্ঠাতা -শ্রীকাইল সরকারী কলেজ
  • ব্যারিস্টার রফিকুল ইসলাম । সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য
  • আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি- রাজনীতিবিদ ও শিল্পপতি (এফবিসিসিআই’র সাবেক সভাপতি);
  • আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ - সাবেক ধর্ম উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য।
  • আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার-রাজনীতিবিদ (সাধারন সম্পাদক -কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ),
  • জনাব রুহুল আমিন, সিনিয়র সহ সভাপতি, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ।

·        জাহাপুর জমিদার বাড়ি,

·        কবি নজরুল স্মৃতি (দৌলতপুর)

·         বিশেষ করে এই থানাধীন গ্রাম ধনপত‌িখোলা একট‌ি আদর্শ গ্রাম ।

 

তথ্যসূত্র:


১.      বাংলাদেশ জাতীয় তথ্য বাতা (জুন, ২০১৪) 

২.     "এক নজরে মুরাদনগর" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৩.    স্বাস্থ্য বিভাগের ইপিআই মাইক্রোপ্লান- 2018